আপনি কি জানেন বৃষ্টির পানির ফোঁটা কেন গোল আকৃতির হয়। বাংলাদেশে আষাঢ়-শ্রাবণ এই দুই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। প্রচুর বৃষ্টিতে সবকিছু ডুবে যায়, কিন্তু মানুষ কখনো চিন্তা করে না বৃষ্টির পানির ফোঁটা কেন গোল আকৃতির হয়।
আজকে এ বিষয় নিয়ে কথা বলা হবে। বিজ্ঞানের দৃষ্টিতে কিছু ব্যাখ্যা রয়েছে। আমরা সবাই জানি মহাকর্ষ বলের কারণে সবকিছু পৃথিবীর নিজের কাছে টেনে রাখে। আকাশ থেকে যখন বৃষ্টি পড়া শুরু হয় এটাও এই বলের কারণে হয়ে থাকে, বৃষ্টির পানিতে যে ছোট ছোট ফোঁটা দেখা যায় তার ভর খুবই সামান্য। তো এই প্রশ্নটি সবার মনে ঘুরপাক খায় যে, কেন এই পানির ফোঁটা গোল আকৃতির হয়?
গ্যালিলিও পড়ন্ত বস্তু সূত্র থেকে আমরা জানতে পারি কোন নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ন্ত বস্তু সমান সময়ের সমান পথ অতিক্রম করে।
পড়ন্ত বস্তু ওজন হারায় বলে বৃষ্টির ফোঁটা গোল। যেকোনো তরল পদার্থ তার সারফেস টেনশনের জন্য সব সময় সবচেয়ে কম আয়তনের আকৃতি ধারণ করতে চায় এবং কিছু তরল পদার্থ গোলাকার হলেই কেবল সবচেয়ে কম আয়তনের আকার ধারণ করতে পারে।
যখন বৃষ্টির পানি পড়তে থাকে, সেটি ওজন হারায় এবং ফলে ওজনহীন অবস্থায় সেই তরল ফোঁটাগুলো সবচেয়ে কম আয়তন, গোলাকার ধারণ করে। আসলে বাতাসের চাপ বেশি থাকলে বৃষ্টির ফোঁটাগুলো একটু লম্বাটে গোল হয়।