প্রাগৈতিহাসিক যুগে গণনার যন্ত্র উদ্ভাবনের বিভিন্ন প্রচেষ্টাকে কম্পিউটারের ইতিহাস হিসেবে ধরা হয়। গণনার কাজে বিভিন্ন কৌশল ও যন্ত্র ব্যবহার করে থাকলেও অ্যাবাকাস নামক একটি প্রাচীন গণনাযন্ত্রকেই কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে। ধরা হয়। খ্রিষ্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে মিসরে বা চীনে গণনা যন্ত্র হিসেবে অ্যাবাকাস তৈরি হয়। ১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। ১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে গুণ ও ভাগের ক্ষমতাসম্পন্ন আরও উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। তিনি যন্ত্রটির নাম দেন Reckoning Machine। উনিশ শতকের শুরুর দিকে আধুনিক একটি যন্ত্রের নির্মাণ ও ব্যবহারের ধারণা প্রথম সোচ্চারভাবে প্রচার করেন চার্লস ব্যাবেজ। তিনি এটির নাম দেন ‘ডিফারেন্স ইঞ্জিন’। ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন International Business Machine (IBM) কোম্পানির চার জন প্রকৌশলীর সহযোগিতায় Mark-1 নামে প্রথম স্বয়ংক্রিয় সাধারণ ইলেক্ট্রো মেকানিক্যাল ডিজিটাল কম্পিউটার তৈরি করেন। যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেন। তখন থেকে কম্পিউটারের আকৃতি ও কার্য-ক্ষমতায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এরপর একের পর এক উদ্ভাবিত হয় আধুনিক শক্তিশালী পিসি।
কম্পিউটার প্রজন্ম
প্রজন্ম | সময়কাল | যন্ত্রাংশের ব্যবহার | বিশেষ বৈশিষ্ট্য |
১ম | ১৯৪৬-১৯৫৯ | ভ্যাকুয়াম/বায়ুশূন্য টিউব |
পাঞ্চকার্ডের ব্যবহার করে ইনপুট ও আউটপুট সিস্টেম প্রদান |
২য় | ১৯৫৯-১৯৬৫ | ট্রানজিস্টর | ফোরট্রান, কোবল প্রভৃতি ভাষার উদ্ভব, বিকাশ ও ব্যবহার |
৩য় | ১৯৬৫-১৯৭১ | ইন্টিগ্রেটেড সার্কিট | SSI, MSI বর্তনী ও আইসি চিপ ব্যবহার শুরু |
৪র্থ | ১৯৭১-বর্তমান | মাইক্রোপ্রসেসর | WWW, HTML, DVD, i-Pod উদ্ভাবন |
৫ম | বর্তমান ও ভবিষ্যৎ | কৃত্রিম বুদ্ধিমত্তা | শক্তিশালী সুপার কম্পিউটার আবিষ্কার ও ব্যবহার শুরু |
![]() |
কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ |
(full-width)