পানির বুদবুদ দিয়ে পুকুরের গভীরতা নির্ণয় করা যায়। সকলে নিশ্চয়ই এ বিষয়ে ধারণা আছে তারপরও সঠিক ধারণা দেওয়ার জন্য আজকে কথা বলা হবে। পুকুরে তলদেশে থেকে কোনো উপায়ে বুদবুদ তৈরি হলে সেটি উপরে উঠে আসে। আমরা সকলে হয়তো বুদবুদ সম্পর্কে জানি। বুদবুদ হলো পানির ফোটা।
বুদবুদ গোলাকৃতি হয়ে থাকে এবং এর ভিতরে বায়ু থাকে। বায়ু পূর্ণ বুদবুদ নিচ থেকে উপরে উঠে আসলে এর ব্যাসার্ধ বেড়ে যায় এবং আকৃতি গত পরিবর্তন দেখা যায়। আকৃতি গত পরিবর্তন থাকার কারণে এর আয়তন ও বেড়ে যায় তলদেশের তুলনায়। আমরা যদি কোন হ্রদের বা পুকুরের গভীরতা নির্ণয় করতে চাই তাহলে “বুদবুদ” সহায়ক ভূমিকা পালন করে থাকে। উচ্চতা বের করতে হলে আমাদেরকে তলদেশের বায়ুর চাপ এবং পৃষ্ঠদেশে বায়ুর চাপ জানতে হবে।
আমরা জানি বায়ুমন্ডলে বায়ুর চাপ P2 = 10⁵ parow = 1000 kg/m³g = 9.8 m/s²h = ?(alert-success)
সবকিছু সমাধান করে আমরা পুকুরে উচ্চতা বের করে পাই 40.82m