যেভাবে কৃত্রিম মৌল আবিষ্কার হলো

Date:

শেয়ারঃ

বিজ্ঞাপন
Google News Logo

নতুন পোস্ট ও আপডেট পেতে এখনই Google News-এ আমাদের চ্যানেল ফলো করুন।

🔗 ফলো করুন Google News-এ


৯৪০ সাল। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। প্রতিটি পরাক্রমশালী রাষ্ট্রেই তখন পারমাণবিক অস্ত্র নিয়ে প্রচুর গবেষণা চলছে। এমন সময় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক ল্যাবে এক আকস্মিক ঘটনা ঘটে গেল।


আর সব দিনের মতই বিজ্ঞানী এডুইন ম্যাকমিলান আর ফিলিপ এ্যাবেলসন পারমাণবিক বোমার প্রধান মৌল ইউরেনিয়াম (৯২) নিয়ে কাজ করছিলেন। তারা একটি উচ্চগতিসম্পন্ন নিউট্রন দিয়ে ইউরেনিয়ামের একটি পরমাণুকে আঘাত করলেন। পারমাণবিক তত্ত্ব অনুযায়ী, পরমাণুটির নিউক্লিয়াসটি ভেঙে প্রচুর শক্তি আর তিনটি নতুন নিউট্রন উৎপন্ন হবার কথা।

সংগৃহীত



কিন্তু সেদিন নিউক্লিয়াসটি তো ভাঙলই না বরং দ্রুত বেগে ছোঁড়া নিউট্রনটি প্রোটনে পরিণত হয়ে নিউক্লিয়াসেই যুক্ত হলো। সুতরাং, নতুন পরমাণুটির পারমাণবিক সংখ্যা ইউরেনিয়ামের চেয়ে এক বেশি। এখানে মজার ব্যাপার হচ্ছে, এর আগে ইউরেনিয়ামই ছিল পৃথিবীতে পাওয়া সর্বোচ্চ পারমাণবিক সংখ্যার (৯২) মৌল। নতুন মৌলটির পারমাণবিক সংখ্যা হল (১২+১)= ৯৩, মৌলটির নাম দেয়া হল ‘নেপচুনিয়াম’ (নেপচুন গ্রহের নামানুসারে)।


নেপচুনিয়াম আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের রাজ্যে ‘কৃত্রিম মৌল’ নামের একটি ধারণার উদ্ভব ঘটল। এরপর ম্যাকমিলান তার এক বন্ধু সিবার্গকে নিয়ে আবিষ্কার করলেন দ্বিতীয় কৃত্রিম মৌল ‘প্লটোনিয়াম’ (১৪)। এই আবিষ্কারের জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেয়া হয়। আজ অবধি ক্রমান্বয়ে ১১৮ পারমাণবিক সংখ্যা পর্যন্ত মৌল প্রস্তুত করা সম্ভব হয়েছে।



তবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন মৌল আবিষ্কার ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কারণ নিউক্লিয়াসের আকার যত বড় হবে ততই তার স্থিতিশীলতা কমে যায়। একদল বিজ্ঞানীর মতে, ১৩০ পারমাণবিক সংখ্যা পর্যন্ত মৌল আবিষ্কার করা সম্ভব। আরেকদল বিজ্ঞানীর মতে এই সংখ্যাটা ১৭২। আশার কথা হচ্ছে, ১১৯ পারমাণবিক সংখ্যার মৌলটির প্রস্তুতির কাজের বেশ অগ্রগতি হয়েছে। হয়তো খুব কম সময়ের মধ্যেই আমরা পর্যায় সারণিতে নতুন মৌলটি দেখতে পাবো। আর এই আবিষ্কারগুলোই আমাদের মহাবিশ্বের আনাচে কানাচে লুকিয়ে থাকা বিভিন্ন পদার্থের আচরণ বুঝতে সাহায্য করবে, মানবজাতি এগিয়ে যাবে আরো এক ধাপ!



Source: Internet
© Mehrab360 Media Production 
Contact Us 

mehrab360
mehrab360https://www.mehrab360.com
হোসাইন হাওলাদার, mehrab360.com এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য, বিশ্লেষণ ও হালনাগাদ কনটেন্ট নিয়ে নিয়মিত লেখালেখি করে। বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে জটিল প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিষয়গুলো সহজভাবে তুলে ধরা। বিশ্বের প্রযুক্তি জগতের সর্বশেষ আপডেট, রিভিউ ও ব্যাখ্যামূলক কনটেন্ট পড়তে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপনspot_img

এই সম্পর্কে আরো পড়ুন

পরমাণু কোথা থেকে আসে?

পরমাণু কোথা থেকে এসেছে তা বোঝার জন্য আমাদের কিছুটা প্রশ্ন জানতে হবে। আমাদের চারপাশে অনেক জিনিসই দেখতে পাই।...

ইলেকট্রোফাইল জৈব বিক্রিয়ার চালিকাশক্তি

ইলেকট্রোফাইল শব্দটির উৎপত্তি হয়েছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ইলেকট্রোফিলিসিটি থেকে। এটি এমন একটি অণু বা কার্যকরী মূলক, যেটি...

পরমানুর নিউক্লিয়াস কেন গোলাকার হয় না?

বইতে প্রায় আমরা দেখি পরমাণুর নিউক্লিয়াসকে গোলাকার হিসাবে চিত্রিত করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে তারা খুব কমই...

পাকা ফলে এস্টার থাকে কেন?

আমরা প্রায় সবাই এস্টার সম্পর্কে জানি। কেউ হয়তো বা জানি না। এস্টার হলো জৈব যৌগের (-COOR') মূলকের উপস্থিতি।...