কখন থেকে সময় গণনা শুরু হয়েছে?

Date:

শেয়ারঃ

সভ্যতার শুরুর দিকে মিশরীয়রা তাদের বিভিন্ন দশা দেখে মাস এবং বছর নির্ধারণ করত। খ্রিস্টপূর্ব ১৫০০ সালে মিশরে সূর্য ঘুরি আবিষ্কৃত হয়। ১২টি দাগে বিভক্ত ঘড়িটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত নির্দেশ করতো। তবে মেঘলা দিনে এবং রাতের বেলায় এটি কার্যকর ছিল না।



দিন-রাতের পার্থক্য ঘোচাতে মিশরীয়রা আবিষ্কার করে জলঘড়ি। নিচের দিকে নলযুক্ত একটি পাত্র থেকে পানি অন্য পাত্রে জমতে থাকে এবং জমা পানির পরিমাণ দেখে সময়ের হিসাব করা হতো। এটি Hourglass নামেই পরিচিত। এটিও মিশরীয়দেরই আবিষ্কার। এর ভেতরে সাধারণত বালি রাখা হয়। নির্দিষ্ট Hourglass নির্দিষ্ট পরিমাণ সময় নির্দেশ করাত পারে। এশিয়া অঞ্চলে বিশেষত চীনে মধ্যযুগে মোমঘড়ির প্রচলন শুরু হয়। মোমের দাগকাটা দেখে এর সময় নিরূপণ করা হতো।

১৯২৭ সালে ওয়ারেন ম্যারিসন কোয়ার্টাজ ক্রিস্টাল ব্যবহার করে তৈরি করেন কোয়ার্টজ ঘড়ি। এ ক্রিস্টালে ভোল্টেজ প্রয়োগ করা হলে তাতে সেকেন্ডে ৩২৭৬৮ টি কম্পন সৃষ্টি হয়।(alert-success)


কোয়ার্টজ ঘড়িতে প্রতি মাসে ১৫ সেকেন্ড ত্রুটি দেখা যায়। ১ সেকেন্ডের ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাগ পর্যন্ত সময় সঠিকভাবে নির্ণয়ের প্রয়োজনীয়তা থেকে ১৯৫৫ সালে পদার্থবিদ Louis Essen আবিষ্কার করেন পারমাণবিক ঘড়ি। এতে ব্যবহৃত সিজিয়াম পরমাণু সেকেন্ডে ৯,১৯২,৬৩১,৭৭০ বার কম্পিত হয়। অত্যন্ত নিখুঁত এ ঘড়িতে ১ সেকেন্ড সময় ত্রুটি হতে সময় লাগবে ৩০০ মিলিয়ন বছর।


পারমাণবিক ঘড়িই এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁতভাবে সময় গণনা করতে পারে। এর চেয়েও ভালো সময় পরিমাণের পদ্ধতি হয়তো পরবর্তী দশকে কিংবা শতকে আমরা খুঁজে পাবো। কে জানে? সময়ই বলে দেবে
(full-width)

mehrab360
mehrab360https://www.mehrab360.com
হোসাইন হাওলাদার, mehrab360.com এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য, বিশ্লেষণ ও হালনাগাদ কনটেন্ট নিয়ে নিয়মিত লেখালেখি করে। বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে জটিল প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিষয়গুলো সহজভাবে তুলে ধরা। বিশ্বের প্রযুক্তি জগতের সর্বশেষ আপডেট, রিভিউ ও ব্যাখ্যামূলক কনটেন্ট পড়তে পারবেন। Email: info@mehrab360.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

এই সম্পর্কে আরো পড়ুন

পিঁপড়ারা কিভাবে নিজেদের রাস্তা মনে রাখে?

আমাদের চারপাশে পিঁপড়া দেখতে পাই। তারা এক স্থান থেকে অন্য স্থানে খাবার পরিবহন করে, জীবন যাপন করে। তাদের...

মানুষের দুটি ছায়া কখন দেখা যায়?

প্রাচীনকালের মানুষ কত কিছুই না মনে করতো। তাদের ধারণা ছিল সব ভিত্তিহীন। আধুনিক যুগে মানুষ এইসব ভিত্তিহীন কুসংস্কার...

চোখের পাতা কাঁপে কেন?

চোখের পাতা কাঁপা বা eyelid twitching একটি সাধারণ শারীরিক সমস্যা, যা প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে...

রাণী মৌমাছির কাজ কি?

মৌমাছি Arthropoda পর্বের Insecta শ্রেণির Hymenoptera বর্গের Apidae গোত্রের Apis গণের। বাংলাদেশে তিন প্রজাতির মৌমাছি পাওয়া যায়- Apis indica...