পানির বুদবুদ দিয়ে পুকুরের উচ্চতা নির্ণয়

Date:

শেয়ারঃ

পানির বুদবুদ দিয়ে পুকুরের গভীরতা নির্ণয় করা যায়। সকলে নিশ্চয়ই এ বিষয়ে ধারণা আছে তারপরও সঠিক ধারণা দেওয়ার জন্য আজকে কথা বলা হবে। পুকুরে তলদেশে থেকে কোনো উপায়ে বুদবুদ তৈরি হলে সেটি উপরে উঠে আসে। আমরা সকলে হয়তো বুদবুদ সম্পর্কে জানি। বুদবুদ হলো পানির ফোটা।



বুদবুদ গোলাকৃতি হয়ে থাকে এবং এর ভিতরে বায়ু থাকে। বায়ু পূর্ণ বুদবুদ নিচ থেকে উপরে উঠে আসলে এর ব্যাসার্ধ বেড়ে যায় এবং আকৃতি গত পরিবর্তন দেখা যায়। আকৃতি গত পরিবর্তন থাকার কারণে এর আয়তন ও বেড়ে যায় তলদেশের তুলনায়। আমরা যদি কোন হ্রদের বা পুকুরের গভীরতা নির্ণয় করতে চাই তাহলে “বুদবুদ” সহায়ক ভূমিকা পালন করে থাকে। উচ্চতা বের করতে হলে আমাদেরকে তলদেশের বায়ুর চাপ এবং পৃষ্ঠদেশে বায়ুর চাপ জানতে হবে।



এক্ষেত্রে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করতে পারি। যেহেতু পৃষ্ঠদেশের বুদবুদ এর আয়তন তলদেশ এর তুলনায় বেশি হয়। ধরি  তলদেশ তুলনায় পৃষ্ঠদেশের বুদবুদ ৫ গুণ। তলদেশে বুদবুদের আয়তন যদি V হয়, তাহলে পৃষ্ঠদেশের আয়তন 5V হবে।

বয়েলের সূত্রঃ P1V1 = P2V2

P1 = P2+ h(row)g
V1 = V,
V2 = 5V

আমরা জানি বায়ুমন্ডলে বায়ুর চাপ P2 = 10⁵ pa
row = 1000 kg/m³
g = 9.8 m/s²
h = ?(alert-success)

সবকিছু সমাধান করে আমরা পুকুরে উচ্চতা বের করে পাই 40.82m 



আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন মজার আপডেট জানানো হবে। 

© Mehrab360 Media Ltd. (full-width)

mehrab360
mehrab360https://www.mehrab360.com
হোসাইন হাওলাদার, mehrab360.com এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য, বিশ্লেষণ ও হালনাগাদ কনটেন্ট নিয়ে নিয়মিত লেখালেখি করে। বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে জটিল প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিষয়গুলো সহজভাবে তুলে ধরা। বিশ্বের প্রযুক্তি জগতের সর্বশেষ আপডেট, রিভিউ ও ব্যাখ্যামূলক কনটেন্ট পড়তে পারবেন। Email: info@mehrab360.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

এই সম্পর্কে আরো পড়ুন

পিঁপড়ারা কিভাবে নিজেদের রাস্তা মনে রাখে?

আমাদের চারপাশে পিঁপড়া দেখতে পাই। তারা এক স্থান থেকে অন্য স্থানে খাবার পরিবহন করে, জীবন যাপন করে। তাদের...

মানুষের দুটি ছায়া কখন দেখা যায়?

প্রাচীনকালের মানুষ কত কিছুই না মনে করতো। তাদের ধারণা ছিল সব ভিত্তিহীন। আধুনিক যুগে মানুষ এইসব ভিত্তিহীন কুসংস্কার...

চোখের পাতা কাঁপে কেন?

চোখের পাতা কাঁপা বা eyelid twitching একটি সাধারণ শারীরিক সমস্যা, যা প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে...

রাণী মৌমাছির কাজ কি?

মৌমাছি Arthropoda পর্বের Insecta শ্রেণির Hymenoptera বর্গের Apidae গোত্রের Apis গণের। বাংলাদেশে তিন প্রজাতির মৌমাছি পাওয়া যায়- Apis indica...