ডাইনোসর নিয়ে অজানা তথ্য জানলে আপনি অবাক হবেন!! ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পৃথিবীর ওপর এক বিশাল গ্রহাণুর আঘাতের পরিণামে। একদল বিজ্ঞানী সেই ঘটনাটির বিশদ বিবরণ তৈরি করেছেন সেকেন্ড-মিনিট-ঘন্টা ধরে ধরে।
পৃথিবীর বুকে এক সময় বিচরণ করতো যে অতিকায় ডাইনোসররা, আজ শুধু পাওয়া যায় তাদের হাড়গোড়। কারণ, এখন থেকে প্রায় ছয় কোটি ৬০ লাখ বছর আগে এক ভয়ংকর ঘটনার পরিণতিতে তারা সবাই মারা গেছে। গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহাণুর আঘাতে যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেটাই ডাইনোসরদের নিশ্চিহ্ন হয়ে যাবার কারণ।
ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে শুরু হয় স্তন্যপায়ী প্রাণীদের যুগ। ১৬৭৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Robert Plott একটি পুরানো হাড়ের টুকরো খুঁজে পান। প্রথমে তিনি এটিকে হাতির হাড়ের অংশ মনে করেছিলেন। কিন্তু পরে তার মনে হয় এটি কোনো বড় আকারের মানুষের হাড়ের অংশবিশেষ। তার বহু বছর পরে ১৮১৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের অন্য এক অধ্যাপক William Buckland খুঁজে পান একটি প্রাণির বিরাটাকার খুলি। তিনি এটিকে প্রাচীন কোনো প্রাণির খুলি বলে ধারণা করেন এবং এর নাম দেন Megalosaurusı এর পরেই নানা স্থানে মাটি খুঁড়ে পাওয়া যেতে থাকে এসব প্রাণির হাড়গোড়। তবে মানুষ ভয় এবং কুসংস্কারের কারণে সেগুলো আবার মাটিতে পুতে ফেলতো। হঠাৎ সব বদাল যায় যখন ১৮৪১ সালে London’s William Buckland Natural History Museum এর পরিচালক Richard Owen এসব প্রাণির হাড়গোড় সংগ্রহ করা শুরু করেন। তিনি গ্রীক শব্দ Deinos (ভয়ানক) এবং Sauros (গিরগিটি) এর সমন্বয়ে এ প্রাণির নামকরণ করেন Dinosaurt
জাদুঘরের কল্যাণে ডাইনোসর মানুষের মাঝে প্রথম জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি বড় ডাইনোসর সংগ্রহের নেশায় জাদুঘর এবং বিজ্ঞানীরা নিজেদের মধ্যে এক অদম্য প্রতিযোগিতায় মেতে ওঠে। তার ডাইনোসর মানুষের মাঝে জনপ্রিয় করায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সালমা। জুরাসিক পার্ক সিনেমায় দেখা ডাইনোসারর দৃশ্যগুলো তো এখনও মানুষের হৃদয়ে কাঁপন ধরায়। আজ থেকে প্রায় ২৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে বিভিন্ন প্রজাতির ডাইনোসর পৃথিবীর বুকে বিচরণ। কালের বিবর্তনে এদের বেশিরভাগেরই কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। তবে এদের মধ্যে কিছু। আবহাওয়া আর পরিবেশে ফসিলে পরিণত হয়েছে। ফসিলে মূলত হাড়গোড় পাওয়া গেলেও প্রাণির এতে বিশেষ খুঁজে পাওয়া যায় না। এ ফসিল খুঁজে বের করা এবং তা বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য উদঘাটন করাকে বাল জীবাশ্ম বিজ্ঞান বা Paleontology এ কাজে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের ডাকা হয় Paleontologist নামে।
(full-width)