মানুষের দুটি ছায়া কখন দেখা যায়?

Date:

শেয়ারঃ

প্রাচীনকালের মানুষ কত কিছুই না মনে করতো। তাদের ধারণা ছিল সব ভিত্তিহীন। আধুনিক যুগে মানুষ এইসব ভিত্তিহীন কুসংস্কার থেকে বের হয়ে এসেছে। দুটি ছায়া নিয়ে অনেক কুসংস্কার রয়েছে মানুষের মধ্যে। প্রচলিত আছে যে দুটি ছায়া দেখলে তার সেটা মানুষ নয় অন্য কিছু মনে করে। আমাদের সমাজে অনেক কুসংস্কার আবদ্ধ যে কারণে এটি প্রচলিত। আগের কালের মানুষ মনে করত যে কোন অশরীরী কিছু তার ওপর ভর করেছে সেজন্য তাকে দুটি চায়ায় দেখাচ্ছে। কিন্তু এ ধারণা একদমই সঠিক নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় তা পরিষ্কারভাবে বোঝা যায়।

এআই দিয়ে নির্মিত

মানুষের দুটি ছায়া দেখা যায় তখন, যখন দুটি আলোর উৎস থাকে এবং তারা ভিন্ন দিক থেকে আলো দেয়। সাধারণত সূর্য একটি প্রধান আলোর উৎস, কিন্তু যখন তার সাথে আরেকটি কৃত্রিম আলোর উৎস যেমন বৈদ্যুতিক লাইট বা গাড়ির হেডলাইট কাছাকাছি থাকে, তখন এই অবস্থা তৈরি হয়। দুটি আলোর উৎস দুই দিক থেকে মানুষের গায়ে আলো ফেললে, প্রতিটি উৎস থেকে আলোর প্রতিক্রিয়ায় দুটি আলাদা ছায়া তৈরি হয়। এই ছায়াগুলো আলাদা দিকের মাটিতে পড়ে এবং রঙ বা ঘনত্বে ভিন্ন হতে পারে।

ছায়ার অবস্থান নির্ভর করে আলোর উৎসের দিক ও তীব্রতার ওপর। উদাহরণ হিসেবে বলা যায়, সন্ধ্যাবেলায় রাস্তার বাতির নিচে দাঁড়ালে সূর্যের শেষ আলো একদিকে এবং বৈদ্যুতিক আলো আরেকদিকে পড়ে, তখন দুটি ছায়া পরিষ্কারভাবে দেখা যায়। এছাড়া স্টেজ শো, থিয়েটার বা চলচ্চিত্রের সেটেও একাধিক লাইট ব্যবহার করা হয়, যার ফলে একাধিক ছায়া তৈরি হয়।

এই ছায়াগুলো সব সময় সমান স্পষ্ট হয় না। কোনটি গাঢ় এবং কোনটি হালকা হয়, তা নির্ভর করে কোন আলো কতটা শক্তিশালী। তাই, দুটি আলোর উৎস থাকলে মানুষের দুটি ছায়া দেখা সম্ভব।

mehrab360
mehrab360https://www.mehrab360.com
হোসাইন হাওলাদার, mehrab360.com এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য, বিশ্লেষণ ও হালনাগাদ কনটেন্ট নিয়ে নিয়মিত লেখালেখি করে। বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে জটিল প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিষয়গুলো সহজভাবে তুলে ধরা। বিশ্বের প্রযুক্তি জগতের সর্বশেষ আপডেট, রিভিউ ও ব্যাখ্যামূলক কনটেন্ট পড়তে পারবেন। Email: info@mehrab360.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

এই সম্পর্কে আরো পড়ুন

পিঁপড়ারা কিভাবে নিজেদের রাস্তা মনে রাখে?

আমাদের চারপাশে পিঁপড়া দেখতে পাই। তারা এক স্থান থেকে অন্য স্থানে খাবার পরিবহন করে, জীবন যাপন করে। তাদের...

চোখের পাতা কাঁপে কেন?

চোখের পাতা কাঁপা বা eyelid twitching একটি সাধারণ শারীরিক সমস্যা, যা প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে...

রাণী মৌমাছির কাজ কি?

মৌমাছি Arthropoda পর্বের Insecta শ্রেণির Hymenoptera বর্গের Apidae গোত্রের Apis গণের। বাংলাদেশে তিন প্রজাতির মৌমাছি পাওয়া যায়- Apis indica...

ছায়া কি কখনো রঙিন হতে পারে?

ছোটবেলায় সবাই হয়তো খেয়াল করেছি, রোদে দাঁড়ালে পেছনে একটা কালো ছায়া পড়ে। তখন ভাবতাম, ছায়া মানেই অন্ধকার, ছায়া...