Saturday, May 17, 2025

মহাবিশ্ব এক সময় বিলীন হয়ে যাবেই!

শেয়ার

‘মহাবিশ্ব একসময় বিলীন হয়ে যাবে’ কথাটি শুনলে সবারই চমকে যাওয়ার কথা। সম্প্রীতি গবেষণায় উঠে এসেছে যে মহাবিশ্ব এক সময় বিলীন হয়ে যাবে তা খুব শীঘ্রই। স্বাভাবিকের চেয়ে এটা কোন সময় লাগতে পারে। বস্তুর তথাকথিত তাপীয় মৃত্যু রয়েছে। এক সময় পৃথিবীতে কিছুই আর অবশিষ্ট থাকবে না। ধর্মীয় দৃষ্টিতেও এই ব্যাখ্যাই করা আছে।

বিজ্ঞানীরা সম্প্রতি মহাবিশ্বের সমাপ্তি নিয়ে নতুন এক গবেষণায় দেখিয়েছেন যে, এটি পূর্বের ধারণার চেয়ে অনেক আগেই ঘটতে পারে। তবে “আগেই” বলতে বোঝানো হচ্ছে, এটি ঘটবে এখন থেকে প্রায় ১০৭৮ বছর পরে—একটি ১-এর পরে ৭৮টি শূন্য। এই সময়কাল এতটাই বিশাল যে, মানব ইতিহাসের তুলনায় তা অকল্পনীয়।

এই গবেষণাটি পরিচালনা করেছেন নেদারল্যান্ডসের র‍্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেইনো ফালকে এবং তার দল। তারা দেখিয়েছেন, মহাবিশ্বের সবচেয়ে স্থায়ী বস্তু যেমন সাদা বামন (white dwarf) তারা, হকিং বিকিরণ (Hawking radiation)-এর মতো একটি প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। এই প্রক্রিয়ায়, এমনকি সবচেয়ে স্থিতিশীল বস্তুগুলিও সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাবে।

স্টিফেন হকিং বিকিরণ একটি তাত্ত্বিক ধারণা রয়েছে, যা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ১৯৭০-এর দশকে প্রস্তাব করেছিলেন। এই ধারণা অনুযায়ী, কৃষ্ণগহ্বরের প্রান্তে কণার জোড়া সৃষ্টি হয় এবং একটি কণা কৃষ্ণগহ্বরে প্রবেশ করে, অন্যটি বাইরে বেরিয়ে যায়, ফলে কৃষ্ণগহ্বর ধীরে ধীরে শক্তি হারিয়ে ক্ষয়প্রাপ্ত হয়। ফালকের গবেষণায় দেখা গেছে, এই প্রক্রিয়া কেবল কৃষ্ণগহ্বরেই নয়, অন্যান্য মহাকর্ষীয়ভাবে আবদ্ধ বস্তুতেও প্রযোজ্য। পূর্ববর্তী গবেষণাগুলি অনুমান করেছিল যে, সাদা বামন তারাগুলো ১০, ১০০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, এই সময়কাল অনেক কম—প্রায় ১০৭৮ বছর।

যদিও এই সময়কাল মানব জীবনের পরিপ্রেক্ষিতে অত্যন্ত দীর্ঘ, এটি মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। এই গবেষণাটি মহাবিশ্বের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সম্পর্কে আমাদের বোঝাপড়াকে গভীর করে তোলে এবং দেখায় যে, এমনকি সবচেয়ে স্থায়ী বস্তুগুলিও চিরকাল টিকে থাকবে না। যদিও এই সমাপ্তি এখন থেকে অসংখ্য বছর দূরে, এটি আমাদের মহাবিশ্বের অনিবার্য পরিণতি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে।

তথ্যসূত্রঃ space.com

mehrab360
mehrab360https://www.mehrab360.com
হোসাইন হাওলাদার, mehrab360.com এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য, বিশ্লেষণ ও হালনাগাদ কনটেন্ট নিয়ে নিয়মিত লেখালেখি করে। বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে জটিল প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিষয়গুলো সহজভাবে তুলে ধরা। বিশ্বের প্রযুক্তি জগতের সর্বশেষ আপডেট, রিভিউ ও ব্যাখ্যামূলক কনটেন্ট পড়তে পারবেন। Email: info@mehrab360.com

আরো পড়ুন

আপনার জন্যে