বিজ্ঞাপন
নতুন পোস্ট ও আপডেট পেতে এখনই Google News-এ আমাদের চ্যানেল ফলো করুন।
🔗 ফলো করুন Google News-এবিটকয়েনের নাম তো আমরা সবাই শুনেছি। বিটকয়েনের প্রাণভোমরা ব্লকচেইন!!
একটি ব্লকচেইন তথা ব্লক-এর শিকল হলো যা ক্রমাগত বর্ধমান রেকর্ড তালিকা যা ক্রিপ্টোগ্রাফির দ্বারা সংযুক্ত এবং নিরাপদ। প্রতিটি ব্লকের প্রকৃতি এরূপ যে তা পূর্বের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাস নিয়ে গঠিত এবং একটি কার্যকাল ও কার্যপ্রকৃতির সমন্বিত তথ্য।
কল্পনা করুন যে আপনি আপনার গ্রামের বাডি থেকে এক লোকের কাছে থেকে একটা গরু কিনলেন। গরু কিনে আপনি মহানন্দে বাড়ির পথে হাঁটা দিবেন ভাবছেন। কিন্তু লোকটা (গরুর প্রাক্তন মালিক) মহা ধুরন্ধর। লোকটা হঠাৎ দাবি করে বসল যে আপনি গরু কেনার টাকা না দিয়েই গরু নিয়ে চলে যাচ্ছেন। এরকম মিথ্যা কথা শুনে তো আপনার মেজাজ গরম হয়ে গেল। আপনি ঝগড়া করতে শুরু করলেন। ঝগড়া দেখে আশেপাশে লোক জমা হয়ে গেল। কিন্তু আপনার মন্দ ভাগ্য। আশেপাশের সব লোক আপনার বিরুদ্ধে। কারণ, আশেপাশের লোকজন জানে যে ঐ লোকের একটা গরু আছে। কিন্তু আপনাকে তারা টাকা দিতে দেখেনি। আপনি তখন মনে মনে আফসোস করবেন, টাকা দেওয়ার সময় যদি অন্য আরও কয়েকজন উপস্থিত থাকত, তাহলে আমাকে প্রতারিত হতে হত না।
উপরের কাল্পনিক ঘটনা থেকে লেনদেনের সময় সাক্ষীর গুরুত্ব বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনি গরু কিনতে গিয়ে একবার ঠকেছেন। এর পরেরবার থেকে নিশ্চয় একই ভুল করবেন না। পরেরবার গরু কিনতে গিয়ে টাকা পরিশোধের সময় আশেপাশের লোকজনকে সাক্ষী হিসেবে রাখবেন। সাবধানের মার নেই। তাই সবচেয়ে ভাল হবে আপনি যদি একটা কাগজে সবার স্বাক্ষর নিয়ে নেন যাতে করে কেউ পরে মত পরিবর্তন করতে না পারে।
(full-width)