কবে থেকে গণনা শুরু হয়েছে?
আমরা প্রতিদিন তারিখ দেখি, সময় গুনে চলি, জন্মদিন উদযাপন করি, নতুন বছর শুরু করি—কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই সময় গণনার শুরুটা কবে থেকে?
![]() |
কবে থেকে গণনা শুরু হয়েছে? |
মানবসভ্যতার ইতিহাসে সময় গণনার ধরন একরকম ছিল না। ভিন্ন ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও অঞ্চল তাদের নিজস্ব ক্যালেন্ডার ও গণনার পদ্ধতি তৈরি করেছে। চলুন এক নজরে দেখে নিই—'গণনা' আসলে কখন থেকে শুরু হলো। মানবসভ্যতার সূচনার পর থেকেই মানুষ সময়কে বুঝতে, মাপতে এবং সংরক্ষণ করতে চেয়েছে। শস্য ফলানো, ঋতু নির্ধারণ, ধর্মীয় আচার, রাজ্য শাসন কিংবা ব্যক্তিগত ঘটনা—সব কিছুতেই সময়ের হিসাব অপরিহার্য হয়ে দাঁড়ায়। সেই প্রয়োজন থেকেই বিভিন্ন সভ্যতা গড়ে তোলে নিজস্ব সময় গণনার পদ্ধতি। কেউ সূর্য ও চন্দ্রের চলন দেখে, কেউ ধর্মীয় ঘটনার উপর ভিত্তি করে আবার কেউ রাজনৈতিক বা প্রশাসনিক কারণেই তৈরি করেছে নিজস্ব ক্যালেন্ডার।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, সময়ের ধারণা ও তার পরিমাপের পদ্ধতি একটি সভ্যতার জ্ঞান, বিশ্বাস এবং প্রয়োজনকে প্রতিনিধিত্ব করে। আজকে আমরা যেসব ক্যালেন্ডার ব্যবহার করি, তা কোনো একটি দিনে তৈরি হয়নি—বরং এর পেছনে রয়েছে হাজার বছরের বিবর্তন, সংস্কার ও ঐতিহাসিক প্রেক্ষাপট।
মানব ইতিহাসের সূচনা
মানবজাতির (Homo sapiens) উদ্ভব আজ থেকে প্রায় ৩ লাখ বছর আগে। তবে 'ইতিহাস' বলে যা আমরা বুঝি—অর্থাৎ লিখিত দলিলপত্র—তা শুরু হয় মাত্র ৫ হাজার বছর আগে।
১. খ্রিস্টীয় সাল
বিশ্বজুড়ে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত সময় গণনার পদ্ধতি। এটি যিশু খ্রিস্টের জন্মকে ভিত্তি করে সময় গণনা করে।
- গণনার শুরু: খ্রিস্টাব্দ ১ (AD 1)
- বর্তমান সাল: ২০২৫ খ্রিস্টাব্দ
২. ইসলামি হিজরি সাল
মুসলমানদের পবিত্র ক্যালেন্ডারটি চাঁদের উপর ভিত্তি করে। সময় গণনার সূচনা হয়েছে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের বছর থেকে।
- গণনার শুরু: ৬২২ খ্রিস্টাব্দ
- বর্তমান সাল: ১৪৪৬ হিজরি
৩. বাংলা সাল / বঙ্গাব্দ
এই ক্যালেন্ডারটি মোগল সম্রাট আকবর কৃষিকাজের সুবিধার্থে প্রবর্তন করেন।
- গণনার শুরু: আনুমানিক ৫৯৩ খ্রিস্টাব্দ
- বর্তমান বঙ্গাব্দ: ১৪৩২
৪. ইহুদি ক্যালেন্ডার
ইহুদি ধর্মমতে, পৃথিবীর সৃষ্টির বছর থেকে সময় গণনা শুরু হয়।
- গণনার শুরু: আনুমানিক ৩৭৬১ খ্রিস্টপূর্ব
- বর্তমান সাল: ৫৭৮৫
৫. চীনা ক্যালেন্ডার
হাজার বছরের পুরনো চন্দ্র-সূর্যভিত্তিক এই ক্যালেন্ডারে ৬০ বছরের একটি চক্র আছে।
- বর্তমান চক্র: ৭৯তম
- বর্তমান চন্দ্র সাল: ৪৭২২
তাহলে "গণনা" আসলে কখন শুরু হলো?
এর উত্তর একরকম নয়। সভ্যতা অনুসারে কেউ সময় গণনা শুরু করেছে সৃষ্টির গল্প থেকে, কেউ ধর্মীয় ঘটনার ভিত্তিতে, আবার কেউ প্রশাসনিক প্রয়োজনে। তবে প্রতিটি ক্যালেন্ডারই তাদের বিশ্বাস, প্রয়োজন ও সংস্কৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।
আপনার এখনকার তারিখটা হয়তো ২০২৫ খ্রিস্টাব্দ, কিন্তু কোনো একজন মানুষের কাছে সেটা ১৪৪৬ হিজরি, আরেকজনের কাছে ৫৭৮৫ ইহুদি সাল বা ১৪৩২ বঙ্গাব্দ! সময় একটাই, তবে চোখে দেখার ঘড়িটা ভিন্ন।
{fullWidth}