বঙ্গাব্দ
© Mehrab360

বন্যার পানিকে কাজে লাগিয়ে বিশুদ্ধ করার কৌশল উদ্ভাবন

© Mehrab360


বন্যায় পান করার জন্য নিরাপদ পানি প্রধান এক সমস্যা। অথচ বন্যার পানিকেই আমরা পানের উপযোগী করে নিতে পারি, যদি এর মধ্যে থাকা ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ইত্যাদির রোগজীবাণুকে মেরে ফেলতে পারি। বর্তমানে বাংলাদেশ সহ ভারতে ভয়াবহ বন্যা হচ্ছে।
সংগৃহীত | প্রথম আলো 



এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান ও পরবর্তী সময় বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে বহু বছরের গবেষণায় সফল একটি সহজ সৌর পানি পাস্তুরাইজেশন যন্ত্র তৈরি হয়েছে। একই বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারা বেগমের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষায় পানিবাহিত জীবাণুনাশে এর সফলতা প্রমাণিত হয়েছে।


'পাস্তুরাইজেশন' (পাস্তরায়ণ বা পাস্তুরীকরণ) পদ্ধতি বিজ্ঞানী লুই পাস্তুরের আবিষ্কার। পানিকে ৬০ ডিগ্রি সেলসিয়াসে আধা ঘণ্টা বা ৭০ ডিগ্রি সেলসিয়াসে মাত্র ১৫ সেকেন্ড রাখলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের জীবাণু মরে যায়।


৬০ ডিগ্রি তাপমাত্রাতেও জীবাণু ভালোভাবে ধ্বংস হয়েছে দেখা গেছে। বন্যা ছাড়াও সাধারণ সময় এ যন্ত্র ব্যবহার করা যায়। আর্সেনিকপ্রবণ অঞ্চলে টিউবওয়েলের পানি পান করার অযোগ্য। তবে নদী, খাল বা পুকুরের পানিতে আর্সেনিক নেই, আছে কেবল রোগজীবাণু। সেই পানিকে এ পাস্তুরাইজার দিয়ে পানের জন্য নিরাপদ করে নেওয়া যাবে।



খোন্দকার সিদ্দিক-ই রব্বানী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগের সম্মানিত অধ্যাপক।

মো. আবু ইউসুফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসিন প্রোগ্রামের সমন্বয়ক
{fullWidth}
© Mehrab360