বঙ্গাব্দ
© Mehrab360

আসলেই কি অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে?

© Mehrab360


সংগ্রহীত 



অন্যগ্রহে কোনো প্রাণী বাস করে কি না, তা জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। মহাকাশ গবেষণা সংস্থা নাসার বলছে, অন্যগ্রহের প্রাণী বা এলিয়েনের সন্ধান পাওয়া বেশ কঠিন।

বর্তমানে অন্যগ্রহে প্রাণীর খোঁজে কোনো গ্রহে সৌরশক্তি ব্যবহার করা হয় তা স্পষ্ট নয়। এজন্য নাসার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে সৌরজগতের কাছাকাছি এক্সোপ্ল্যানেটে সৌরশক্তি খুঁজছে নাসা।


স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন গ্রহের সৌরশক্তি শনাক্ত করা কঠিন। কোনো নির্দিষ্ট গ্রহের মোট পৃষ্ঠের ২৩ শতাংশ সৌর প্যানেলে আচ্ছাদিত থাকলেই তখন তা টেলিস্কোপে বোঝা যায়।

কোনো গ্রহে প্রাণীর সভ্যতা থাকলে তা ছায়াপথের মধ্যে নাও দেখা যেতে পারে। যদি থাকে, তবে হয়তো তা নিজস্ব নাক্ষত্রিক সিস্টেমের মধ্যেই থাকতে পারে। এজন্য অন্য গ্রহে প্রাণের খোঁজ পাওয়া বেশ কঠিন।


সৌরশক্তির মাধ্যমে অন্যগ্রহের প্রাণীর সন্ধান পেতে নাসার গবেষণার সঙ্গে অনেক বিজ্ঞানীই একমত নন। অন্য গ্রহে প্রাণী থাকলে তারা সম্ভবত এত দিনে সৌরশক্তির ব্যবহার করতো।
{fullWidth}
© Mehrab360