বঙ্গাব্দ
© Mehrab360

সহজ পথ কখনো কঠিন হয়ে উঠতে পারে

© Mehrab360




এক দেশে এক রাজা ছিল। তিনি একদিন তার উপদেষ্টাদের ডেকে বিভিন্ন যুগের জ্ঞানগর্ভ বাণী গুলোকে সংকলন করতে বললেন এবং যাতে তিনি সেগুলো ভবিষ্যৎ প্রয়োজনের জন্য রেখে দিতে পারেন।


অনেক শ্রমের পর উপদেষ্টারা বেশ কয়েকটি খন্ডে জ্ঞানগর্ভ বাণীগুলোকে সংকলন করে রাজার নিকট উপস্থিত করলেন। রাজা উপদেষ্টাদের বললেন যে এগুলো এত বিরাট যে লোকেরা পড়বে না, তখন তারা এগুলো সংক্ষিপ্ত করা শুরু করলেন।


উপদেষ্টারা মাত্র একটি খন্ডে সংক্ষিপ্ত করে রাজার কাছে পেশ করলেন। রাজা আবার একই কথা বললেন। তারা প্রথমে এক অধ্যায় এবং পরে এক পৃষ্ঠায় সংক্ষিপ্ত করে দিলেন। কিন্তু রাজা এতে সন্তুষ্ট হলেন না শেষ পর্যন্ত উপদেষ্টারা একটি বাক্যে সমস্ত জ্ঞানকে সংক্ষিপ্ত করে রাজাক নিকট উপস্থিত হলেন।


এবার রাজা সন্তুষ্ট হলেন এবং বললেন এই একটি জ্ঞানগর্ভ বাক্যই তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। 

বাক্যটি হলো বিনা পয়সায় দুপুরে খাবার পাওয়া যায় না।


প্রত্যেক সংস্থায় ও সমাজে বিনা পয়সায় পানভোজনের সুযোগ ভোগী ব্যক্তি আছে। বস্তুত তো কোন না কোন সময় আমরা সকলে বিনা পয়সায় পানভোজনের আশা করছি।


এটা সাধারণত বিভিন্ন সমিতি ও সংগঠনেরই বেশি দেখা যায়। এটুক সংস্থার বেশিরভাগ সদস্যই অকর্মণ্য। তারা কর্মী সদস্যদের পরিশ্রমের সুফল ভোগ করতে চায়। অনেক সময় ভোগ করেও থাকে। সহজ তর পথটি প্রকৃতপক্ষে কঠিনতর পথ হয়ে উঠতে পারে।
{fullWidth}
© Mehrab360